গেমিং স্মার্টফোন এনেছে ইনফিনিক্স
- প্রযুক্তি ডেস্ক
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
দেশের বাজারে নতুন গেমিং স্মার্টফোন এনেছে ইনফিনিক্স বাংলাদেশ। ইনফিনিক্স হট ৫০ মডেলের ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি-১০০ প্রসেসরসহ ৮ গিগাবাইট রথ্যাম ও মালি-জি-৫৭ এমসি-২ জিপিইউ রয়েছে। এর ফলে একসাথে একাধিক কাজ করার পাশাপাশি উন্নত গ্রাফিকসের গেম খেলা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।
৬ দশমিক ৭৮ ইঞ্চি আইপিএস এলসিডি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং রেজ্যুলুশন ১ হাজর ৮০ বাই ২ হাজার ৪৬০ পিক্সেল। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দীর্ঘ সময় ব্যবহারের পাশাপাশি দ্রুত চার্জ করা সম্ভব। ফলে ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। এক্সওএস ১৪ দশমিক ৫ অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পেছনে ৪৮ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরারসহ সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সামনে পেছনে ফ্ল্যাশ থাকায় কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায় ফোনটিতে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটি কালো, সবুজ ও ধূসর রঙে পাওয়া যাচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা